• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাবা দিবস রোববার


নিউজ ডেস্ক জুন ১৯, ২০১৬, ১১:২৬ এএম
বিশ্ব বাবা দিবস রোববার

দিগন্ত বিস্তৃত খোলা জমিন আর সুবিশাল আকাশের মতো উদারতা নিয়ে যে মানুষটি সন্তানের জন্য রচনা করেন জীবনের স্তম্ভ, তিনিইতো বাবা। সেই বাবাকে ভালবাসার জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়। তবুও এই দিনটি, কেবল বাবার জন্য।

রোববার (১৯ জুন) বাবা দিবস। বিংশ শতাব্দীর প্রথমদিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে এর তাৎপর্য ভিন্নমাত্রা নিয়ে আমাদের কাছে ধরা দেয়।

গান অনুশীলনে ব্যস্ত আরাফাত। সঙ্গে রয়েছেন তার দুই ভাই আবিদ ও আয়ন। স্নেহের পরশ নিয়ে পাশে বসে আছেন তাদের বাবা।

ধরিয়ে দিচ্ছেন ভুলভ্রান্তি আর যোগাচ্ছেন উৎসাহ। শুধু তাই নয়। সন্তানের স্কুলে নিয়ে যাওয়া, লেখাপড়া এমনকি ঘুরতে যাওয়াসহ সব কাজে বাবা রয়েছেন বটবৃক্ষ হয়ে।

বাবারা শাশ্বত, চিরন্তন। তবুও বাবাদের ধরন পাল্টেছে যুগে যুগে। এখনকার বাবারা সন্তানের প্রতি শুধু স্নেহ ভালবাসার হাত বাড়ান তা নয়। বরং সাবলীল বন্ধুত্বপূর্ণ একটি নিরাপদ আশ্রয়ও হয়ে ওঠেন।

জীবনের নানা পথ পেরিয়ে বাবারও হয়ে পড়েন নিঃসঙ্গ। তবে সন্তানদের হঠাৎ আগমনে বাবার আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়।

যে বাবা জীবনের সর্বশক্তি দিয়ে সন্তানদের আগলে রেখেছিল সারা জীবন ভর, তার প্রতি সন্তানের মমতাও যেন আবাদ।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!