• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের লেখা নাটক


বিনোদন প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৭, ০১:০৪ পিএম
ভারতে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের লেখা নাটক

ঢাকা: দেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত মঞ্চ নাটক ‘নদ্দিউ নতিম’। বাংলাদেশে হয়ে গেছে নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনি। পেয়েছে তুমুল প্রশংসাও। এবার দেশের গণ্ডি পেরিয়ে নাটকটি প্রদর্শিত হবে ভারতের আসাম ও ত্রিপুরায়। 

এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনায় ‘নদ্দিউ নতিম’ রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

শুক্রবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি। ৯ এপ্রিল আসামের গৌহাটিতে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে ও ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র ভবনে ‘নদ্দিউ নতিম’-এর মঞ্চায়ন হবে। ৫ সদস্যের দলটি ১৩ এপ্রিল দেশে ফিরবে।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান।

২০১৫ সালের অক্টোবরে ‘নদ্দিউ নতিম’-এর উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীতেই নাটকটি প্রশংসিত হয়।
সোনালীনিউজ/ঢাকা/এমটিএল 

Wordbridge School
Link copied!