• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিস ফিল্ডিংয়ে ধুকছে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৫:৫৫ পিএম
মিস ফিল্ডিংয়ে ধুকছে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’, পুরোনো হলেও কথাটি বহুল প্রচলিত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করতে নেমে ‘মহান’ এই ব্রত নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। আর নতুন জীবন পেয়ে ঝড়ের গতিতে রান তুলছে লঙ্কান দুই ওপেনার।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সেই আক্ষেপ ঘুচিয়ে বিশেষায়িত কয়েন দিয়ে টস করতে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চন্দিমাল। স্মরণীয় এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক।

এদিন ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জীবন পেলেন কুশল মেন্ডিস। আবু জায়েদের করা বল কুশল শট ডিপ স্কয়ার ব্যাকওয়ার্ডের উপর দিয়ে মারলে, সেথানে দাঁড়ানো সাইফউদ্দিনের হাত ফসকে যায়। ফলে ৮ রানে জীবন পান শ্রীলঙ্কান এই ওপেনার। চতুর্থ ওভারে জীবন পান দানুস্কা গুনাথিলাকা। নাজমুল ইসলামের বলে মিড অফে এই ক্যাচটি ফেলে দেন তামিম ইকবাল।  তার আগে একটি নিশ্চিত রানআউট থেকে বেঁচে যায় শ্রীলঙ্কান ওপেনার।

নিয়মিত বোলারদের দিয়ে যখন সাফল্য পাওয়া যাচ্ছিল না, তখন সৌম্য সরকারের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যাশা মত দলকে ব্রেত থ্রু এনে দেন তিনি। সৌম্যর বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন দানুস্কা গুনাথিলাকা। তার অাগে ৩৭ বলে ৪২ রান করেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১০৯ রান করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৫৯ এবং থিসারা পেরেরা  রান নিয়ে ব্যাট করছেন।

আঙ্গুলের চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকির হাসান। আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মেহেদী হাসান ও আবু জায়েদের। আফিফ হোসেনের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। ফর্মহীনতার জন্য বাদ পড়েছেন সাব্বির রহমান। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলার জায়গায় অভিষেক ঘটছে স্পিনার আমিলা আ​পনসোর।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!