• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোগীর সেবা করতে গিয়ে নার্সের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক মে ২৩, ২০১৮, ০৪:২৮ পিএম
রোগীর সেবা করতে গিয়ে নার্সের মৃত্যু

ঢাকা: ভারতের কেরালা রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সময় এক নার্সের মৃত্যু হয়েছে।

সোমবার পরোমব্রো তালুক হাসপাতালে লিনি (৩১) নামের এই নার্সের মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বামী ও সন্তানের শেষ দেখাটা পর্যন্ত পাননি এই নার্স। রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শহরেই তার মরদেহ বৈদ্যুতিক প্রক্রিয়ায় দাহ করার জন্য স্বাস্থ্য বিভাগকে অনুমতি দেয় তার পরিবার।

নিহত লিনির মায়ের সম্পর্কের আত্মীয় ভি বালান বলেন, শেষ দিন সে বুঝতে পেরেছিল তার মৃত্যু আসন্ন। বেঁচে থাকতে সে মানুষের উপকার করতো; জীবনটাও পরের জন্য বিলিয়ে দিয়ে গেল।

পাঁচ এবং দুই বছর বয়সী দুই সন্তান রেখে চির বিদায় নেওয়া এই নারীর স্বামী স্ত্রীর খবর পেয়ে কর্মস্থল থেকে দুইদিন আগেই বাসায় ফিরেছেন; তবে তাদের আর শেষ দেখা হয়নি।

এদিকে কেরালায় কর্তৃপক্ষ নিপা ভাইরাস রোগের নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!