• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
কেসিসি নির্বাচন

লুটেরাদের হটাতে ধানের শীষে ভোট চাইলেন মঞ্জু


খুলনা প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ০৩:০৩ পিএম
লুটেরাদের হটাতে ধানের শীষে ভোট চাইলেন মঞ্জু

খুলনা : মুখে উন্নয়নের গালগল্প শোনালেও দেশে কার্যত লুটেরাতন্ত্র কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার (২৫ এপ্রিল) নির্বাচনী গণসংযোগকালে তিনি ভোটের মাধ্যমে লুটেরাদের হটানোর আহ্বান জানান।

মঞ্জু বলেন, দৃশ্যমান উন্নয়ন প্রকল্পের আড়ালে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে বিদেশে পাচার হচ্ছে। সরকার পরিবর্তন হলে আর্থিক সেক্টরের এই বিশাল লুটপাটের দায় সাধারণ মানুষকেই বহন করতে হবে। কারণ, লুটেরা আওয়ামী মন্ত্রী-এমপি-নেতারা বিপদ বুঝে আগেই বিদেশে পালিয়ে যাবে।

কেসিসি নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিন নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, আদালত প্রাঙ্গণ, বার সমিতিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সকাল সাড়ে ৮টায় ৩১ নম্বর ওয়ার্ডের পাকার মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে গণসংযোগকালে মঞ্জুর সঙ্গে ছিলেন সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, বিজেপির নগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবদুল জলিল খান কালাম, শাহজালাল বাবলু, শেখ আবদুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, হাসানুর রশিদ মিরাজ, এসএম কামাল হোসেন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, ময়েজউদ্দিন চুন্নু, শেখ আনিসুর রহমান, মো. সাইফুল ইসলাম, আলমগীর কবির আলম, আবদুল্লাহ আল মামুন, মো. মামুনর রহমান, জিএম রাজিবুল ইসলাম বাপ্পী, শেখ আল মামুন, আরিফুর রহমান, রাজিব তালুকদার, ইফতেখান জামান নবীন, খায়রুল আলম রাজু, মুসফিকুর হাসান অভি প্রমুখ।

এরপর তিনি আইনজীবী সমিতি মিলনায়তনে যান এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া আদালত চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আবদুল বারী, বজলুর রহমান, আকরাম হোসেন, লতিফুর রহমান লাবু, এস আর ফারুক, মাসুদ হোসেন রনি, গোলাম মাওলা, নুরুল হাসান রুবা, আবুল হোসেন হাওলাদার, মুজিবর রহমান, মশিউর রহমান নান্নু, বিএম ওমর ফারুক, জিএ বরু, মাহফুজুর রহমান মফিজ, জাহাঙ্গীর আলম, তৌহিদুর রহমান চৌধুরী তুষার, শামীম হাসান, মাকসুদুল হাসান, হাসিবুর রহমান, ফরহাদ আব্বাস, তৌহিদুল ইসলাম, মোল্লা মহসিন, ওমর ফারুক বনি প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!