• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেওয়ানডস্কিতে স্বপ্ন দেখছে পোল্যান্ড


ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০১৮, ১২:৪৮ পিএম
লেওয়ানডস্কিতে স্বপ্ন দেখছে পোল্যান্ড

ঢাকা: ব্রাজিলের মতোই সোচি শহরকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে পোল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের শেষ ল্যাপের প্রস্তুতিটা রবার্ট লেওয়ানডস্কিরা সারবেন এই মায়াবী শহরেই। পোল্যান্ডের এক নম্বর তারকা দু’বছর আগে ফ্রান্সে ইউরো কাপের ব্যর্থতা মুছে ফেলতে তৈরি। দেশবাসীর কাছে এমনই একটা বার্তা দিয়েছেন লেওয়ানডস্কি।

ইউরো কাপে চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল পোল্যান্ডকে। ইউরো ২০১৬–এ মাত্র একবারই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন লেওয়ানডস্কি। এবার বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ২৯ গোল করে শীর্ষ গোলদাতা। বায়ার্নের হয়ে এ মৌসুমে ৪৮ ম্যাচে করেছেন ৪১ গোল। স্বাভাবিকভাবেই লেওয়ানডস্কির আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে।

লেওয়ানডস্কি বলেছেন, ‘আমি ফ্রান্স ইউরোর সময় তরতাজা ছিলাম না। তবে রাশিয়া বিশ্বকাপে নামব নিজের সেরাটা দেওয়ার শরীর ও মন নিয়ে। আগে কী হয়েছে মাথায় রাখছি না। অনুশীলনে প্রচুর ঘাম ঝরিয়েছি, তার সুফল মিলবে আশা করি। অবশ্যই এই যুদ্ধে দেশবাসীর সমর্থন চাই।’

বিশ্বকাপে যোগ্যতা–অর্জন পর্বে ১০ ম্যাচে ১৬ গোল করা লেওয়ানডস্কি পোল্যান্ডকে বিশ্বকাপের কালো ঘোড়া করে তুলতে চান। ’৭৪ ও ’৮২ বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়ার রেকর্ডকে ছাপিয়ে আরো ভালো কিছু করার চ্যালেঞ্জ নিয়েছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার। সেনেগালের প্রথম কঠিন বাধা টপকানোই লক্ষ্য। এরপর পোল্যান্ডের সামনে রয়েছে জাপান আর কলম্বিয়া।‌‌‌


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!