• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শ্রমিকের কণ্ঠ স্তব্ধ করতে চায় সরকার’


বিশেষ প্রতিনিধি এপ্রিল ৩০, ২০১৭, ০১:৩৪ পিএম
‘শ্রমিকের কণ্ঠ স্তব্ধ করতে চায় সরকার’

ঢাকা: ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিক শ্রেণির কণ্ঠকে সরকার স্তব্ধ করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম।

নুরুল ইসলাম বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিক দল প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। সকল পর্যায়ের শ্রমিক-কর্মচারিরা মে দিবস পালন করার চুড়ান্ত পর্বের সময় সরকার ও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দেয়া শ্রমিকদের রক্ত স্নাত মহিমানিত দিবসটিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।’

সরকার ও প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ১ মে সোমবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক র্যালি করার ঘোষণা দেন নাসিম। র্যালিটি জাতীয় প্রেসক্লাব অভিমুখী করা হবে বলেও জানান তিনি।

এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘সরকার প্রধান নিজেই শ্রমিক দিবসের অনুষ্ঠান করবেন। অথচ এত মহিমানিত দিবসটিতে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এতে আমরা মর্মাহত। শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা করা হয়েছে।’

শ্রমিক সমাবেশর অনুমতি না দেয়া প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ, মিটিং-মিছিল, কথা বলতে বাধা দেয়। এরা বাধা দেয় না শুধু ভারতের ক্ষেত্রে। ভারত হয়ে গেছে এখন নেনেওয়ালা। আর বাংলাদেশে হয়ে গেছে দেনেওয়ালা।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!