• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সরকারের মানসিকতা জঙ্গিদের মতোই’


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৬, ০২:২৮ পিএম
‘সরকারের মানসিকতা জঙ্গিদের মতোই’

সরকারের মানসিকতা জঙ্গিদের মতোই—উল্লেখ করে নিজেদের অন্যায়-অপকর্ম ঢাকতে এবং রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে বিএনপির ওপর অত্যাচার-নির্যাতন, হুমকি-ধামকি দেয়া হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবরি রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর সরকারের নির্যাতন অতীতের যেকোনো সময়ের সীমা ছাড়িয়েছে।

এ সময় হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান রানা সংসদ অধিবেশনে যোগ দিলেও কেন তাকে আটক করা হয়নি বলে প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

এদিকে, জতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় চরম অবনতি ঘটেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির।

সরকার দেশের সার্বভোমত্ব পার্শবর্তী দেশের কাছে বিকিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বৈরাতান্ত্রিক মনোভাব ত্যাগ করে গণতন্ত্রের চর্চা করতে সরকারের প্রতি আহ্বানও জানান নোমান।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!