• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন


রংপুর ব্যুরো মার্চ ১৯, ২০১৮, ০৬:৪০ পিএম
সাংবাদিকের নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর : ঢাকা বাংলা চ্যানেল ডিবিসি’র বরিশালের চিত্র সাংবাদিক সুমন হাসানের ওপর পুলিশের অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুরের সাংবাদিকরা। সোমবার (১৯ মার্চ) সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ঝুঁকি নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের অপরাধ, সমস্যা-সম্ভাবনা তুলে ধরছে। সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে, হত্যা হচ্ছে, তাদের ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে। অপরাধীদের বিচার হচ্ছে। জনগণের নিরাপত্তা প্রদানকারী পুলিশ বাহিনীর কিছু সদস্য নিরাপরাধ সাংবাদিকের ওপর হামলা করে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করেছে। তাদের শুধু ক্লোজড নয়, চারিচ্যুতর মতো শাস্তি প্রদান করে দেশে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

মানববন্ধন সমাবেশে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে টিভির লিয়াকত আলী বাদল, ডিবিসি’র নাজমুল ইসলাম নিশাত, সময় টিভির রতন সরকার, একাত্তর টিভির শাহ্ বায়জিদ আহমেদ, ইত্তেফাকের ওয়াদুদ আলী, নয়া দিগন্তের সরকার মাজহারুল মান্নান, চ্যানেল নাইনের রফিকুল ইসলাম রফিক, জাগো নিউজের জিতু কবীর, রংপুর চিত্রের সাইফুল ইসলাম, এশিয়ান টিভির বাদশা ওসমানী, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাম্যান আশিকুর রহমান আশিক, চ্যানেল আইর ক্যামেরাম্যান এহসানুল হক সুমনসহ অন্যরা। পুরো সমাবেশে সঞ্চালনা করেন দৈনিক দাবানল ও আলোকিত সময়ের ফরহাদুজ্জামান ফারুক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!