• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিবির একাদশ কংগ্রেস ২৮-৩১ অক্টোবর


বিশেষ প্রতিনিধি অক্টোবর ২৫, ২০১৬, ০৬:১২ পিএম
সিপিবির একাদশ কংগ্রেস ২৮-৩১ অক্টোবর

‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত যাক’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৮-৩১ অক্টোবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এর আগে ২০১২ সালের ১১-১৩ অক্টোবর সিপিবির দশম কংগ্রেস হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী, ৪ বছর পর দলটির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

একাদশ কংগ্রেস উপলক্ষে মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন’ এবং আওয়ামী লীগ, বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রস্তুতির একটি পদক্ষেপ হিসেবে দলের একাদশ কংগ্রেস; কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে যোগদানের মধ্য দিয়ে এ পরিবর্তনে অংশ নেয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অনিরুদ্ধ দাশ অঞ্জনের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাজ্জাদ জহির চন্দন। পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, কমরেড আলতাফ হোসাইন, লক্ষ্মী চক্রবর্তী, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, ক্বাফি রতন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, প্রস্তুতি কমিটির উপ-পরিষদসমূহের আহ্বায়কদের মধ্যে হাসান তারিক চৌধুরী সোহেল, আনোয়ার হোসেন রেজা, আসলাম খান, হাফিজ আদনান রিয়াদ, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!