• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৯:৪৯ এএম
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট: ডিবি পুলিশের হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মাইক্রোবাস শ্রমিক নেতারা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। শনিবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে বলে জানান সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।

তিনি বলেন, শুক্রবার রাতে আমাদের তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে। পরে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ আমাদের মারধর করে আহত করে। এ সময় একটি পিকআপ ভ্যানও নিয়ে যায়। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন সমিতির পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, রাত পৌনে এগারটা থেকে আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। রাস্তায় টায়ার পুড়িয়ে অবস্থানের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে রাত শুক্রবার রাত ৯টার দিকে সিলেট ল কলেজের সামনে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!