• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি আহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০১৮, ০৪:৪৪ পিএম
সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি আহত

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বিকন আলী নামে এক বাংলাদেশি গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকন আলী উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত আবুল হোসেন আবুর ছেলে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ জানান, পারচৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকন আলীসহ কয়েকজন গরু আনার সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌল্লতপুর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে আহত হন বিকন আলী। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!