• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মান্নার সঙ্গে টেলিআলাপ

সেনাবিদ্রোহে উসকানির মামলায় মামুনের জামিন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৬, ১০:১২ পিএম
সেনাবিদ্রোহে উসকানির মামলায় মামুনের জামিন

ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক টেলিফোন আলাপে সরকার উৎখাত ও সেনাবিদ্রোহে উসকানির বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে সেনাবিদ্রোহে উসকানির মামলায় তিন মাসের জামিন পেয়েছেন জনৈক মো. মশিউর রহমান মামুন।

জামিনের আবেদনের শুনানি করে সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ ও আবেদনের পক্ষে আইনজীবী গোলাম রসুল শুনানি করেন।

২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনালাপের দু’টি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেনা বিদ্রোহে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের দুই মামলায় মান্না দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি আপিল বিভাগ থেকে জামিন নিয়েছেন।

এদিকে মান্নার সঙ্গে টেলিফোনে আলাপকারী অজ্ঞাত সেই ব্যক্তিই মামুন। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও রাজধানীর গুলশান থানায় সেনাবিদ্রোহে উসকানির মামলা হয়। এই মামলার আসামি মামুন গত অক্টোবরে জামিনের আবেদন করেন। সোমবার তার আবেদন মঞ্জুর হয়। তার এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!