• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘হামলার সঙ্গে সরকার দলীয় লোকেরা সম্পৃক্ত’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৬, ০১:৪৬ পিএম
‘হামলার সঙ্গে সরকার দলীয় লোকেরা সম্পৃক্ত’

বিএনপির ভাইস চেয়ার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সঙ্গে সরকার দলীয় লোকেরা সম্পৃক্ত। ক্ষমতাসীনরা তাদের দলীয় কর্মীদের বহিষ্কারের মাধ্যমে এ ঘটনায় কারা জড়িত তারও স্বরূপ উন্মোচন করেছে। তারপরেও বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য দাবি জানাচ্ছি।'

শনিবার (৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ দাবি জানান।

তিনি অবিলম্বে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় সাংবাদিকরা হানিফের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেজর হাফিজ বলেন, 'আজ দেশের আবহাওয়া খারাপ। সাগরে ৩ নম্বর সতর্ক সং‌কেত চলছে। হয়তো আওয়ামী লীগ নেতারা বলবেন এটার জন্যও বিএন‌পি দায়ী।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের নেতারা আরও বলতে পারেন, এজন্য জিয়াউর রহমান দায়ী। তি‌নি বলে গেছেন ২০১৬ সালে আবহাওয়া খারাপ করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এ রকম হাস্যকর কথা কেউ বিশ্বাস করে না।' তিনি নাসিরনগরে হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন মেজর হাফিজ।

গত শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর হাফিজ।

প্রসঙ্গত, ফেসবুকে পোস্ট করা একটি ছবি দিয়ে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবর (রবিবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে হিন্দুদের শতাধিক ঘরবাড়িতে। এছাড়াও ৩ নভেম্বর রাতে আরেক দফা হামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!