• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩৫ বাংলাদেশিকে আটক করেছে সৌদি পুলিশ


প্রবাসে বাংলা ডেস্ক অক্টোবর ১৮, ২০১৭, ০৫:৪৭ পিএম
১৩৫ বাংলাদেশিকে আটক করেছে সৌদি পুলিশ

ঢাকা: নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করায় ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব। দাম্মাম শহরে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে সৌদি পুলিশ তাদের আটক করে।

ওই শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেয়া হতে পারে।

তিনি জানান, সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নিতে হয়।

প্রতি বছর হজ পরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!