• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জোকোভিচের আধিপত্য, ফেদেরারের পাশে নাদাল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২০, ১২:২৪ পিএম
জোকোভিচের আধিপত্য, ফেদেরারের পাশে নাদাল

ঢাকা : মহামারি করোনাভাইরাসের কারণে অন্যান্য ক্রীড়া ইভেন্টের মতো টেনিসেও নেমে আসে স্থবিরতা। একে একে বিভিন্ন টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার মাঝে বাতিল হয়ে যায় এ বছরের উইম্বলডন ওপেন।

তবে দেরিতে হলেও মাঠে গড়ায় ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন। গ্র্যান্ড স্ল্যাম দুটি আয়োজনের সূচিতেও আসে পরিবর্তন। সাধারণত বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন হলেও এবার শেষে হয় ক্লে কোর্টের প্রতিযোগিতাটি।

ক্যারিয়ারের শুরু থেকেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে আধিপত্য করে আসছেন নোভাক জোকোভিচ। এবারও তার ব্যত্যয় হয়নি; ডমিনিক থিয়েমকে হারিয়ে টানা অষ্টমবারের মতো শিরোপা জেতেন সার্বিয়ান তারকা।

ক্যারিয়ারে এটি তার ১৭তম গ্র্যান্ড স্ল্যাম। নারী এককে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হয়েছেন প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। স্পেনের গারবিয়ে মুগুরুজার বিপক্ষে তিনি শেষ হাসি হাসেন।

বছরের মাঝে হওয়া ইউএস ওপেনেই ডমিনিক থিয়েমের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়। ফাইনালে জার্মানির আলেক্সান্দার জেভেরেভের বিপক্ষে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান এই অস্ট্রিয়ান।

নারী এককে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন জাপানের নাওমি ওসাকা।

গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের কিংবদন্তিতুল্য রজার ফেদেরারের একক মালিকানা ছিল। গত অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন জিতে সেটায় ভাগ বসান রাফায়েল নাদাল। ফাইনালে জোকোভিচকে সরাসরি সেটে উড়িয়ে দেন ক্লে কোর্টের রাজা। এ বছর নাদালের সেটি ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। ফ্রেঞ্চ ওপেনে টানা চতুর্থ ও রেকর্ড ত্রয়োদশ শিরোপা।

অপরদিকে, সোফিয়া কেনিনকে ফাইনালে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে তুলে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের চমক দেখান পোল্যান্ডের ইগা সুইয়াতেক।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!