ঢাকা: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব মাতাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’।স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) ফ্রান্সে উৎসবের লাল গালিচায় অংশ নেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।
৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ার থেকে শুরু করে লাল গালিচা পর্যন্ত নানা সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী বাঁধন।
প্রিমিয়ারের দিন বাঁধন ছিলেন জামদানিতে। দ্বিতীয় দিন ফটোকলে লাল গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। লাল গালিচাতে আবার শর্ট গাউনে দেখা গেল তাকে। আগামীতে আরও নতুন সাজে দেখা যেতে পারে বাঁধনকে।
১৬ জুলাই সিনেমাটির বিভাগের পুরস্কার ঘোষণা হবে। এখন সে দিকেই তাকিয়ে সিনেমাটির সংশ্লিষ্ট ও বাংলাদেশের সিনেমাপ্রেমীরা।
এর আগে ৭ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি কানের ডবসি থিয়েটারে প্রদর্শনী হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমাটির শুরু থেকে শেষ অবধি হলভর্তি দর্শক দেখেছেন পিনপতন নীরবতায়। শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার।সেদিন বাঁধভাঙ্গা আনন্দ অশ্রুতে ভেসেছেন আজমেরী হক বাঁধন।
চলচ্চিত্রটি প্রদর্শনের পর ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়কারী আজমেরী হক বাঁধনকে নিয়ে গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি।
আগামী ১৮ জুলাই অভিনেত্রীসহ পুরো টিম দেশে ফিরবেন।
সোনালীনিউজ/আইএ







































