• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তিতে-স্কালোনির সঙ্গে কথা কাটাকাটি, রেগে গিয়ে যা বলেছিলেন মেসি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২১, ০৫:৫৫ পিএম
তিতে-স্কালোনির সঙ্গে কথা কাটাকাটি, রেগে গিয়ে যা বলেছিলেন মেসি

ঢাকা: ততক্ষণে বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্ডেজ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সাত মিনিট খেলা হয়ে গেছে। ঠিক ওই সময়ই মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা।

তাদের সঙ্গে পুলিশও ছিলেন। সেখান থেকেই ঝামেলার শুরু। কথা-কাটাকাটি, হালকা ধাক্কাধাক্কি, একে অন্যকে বোঝানো আর যুক্তি উপস্থাপনের চেষ্টা...কত কিছুই না হয়ে গেল! এর মধ্যে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে গেল।

কিছুক্ষণ পর আবার দেখা গেল, মাঠে এলেন মেসি। ড্রেসিংরুমের টানেলে তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন বার্সেলোনায় তার সাবেক সতীর্থ ও বন্ধু দানি আলভেস। এরপর মেসি মাঠে এসে কথা বললেন ব্রাজিলিয়ানদের সঙ্গে। মেসির সঙ্গে ছিলেন স্কালোনি, ব্রাজিলের পক্ষে ছিলেন তিতে ও নেইমার। কাসেমিরো আর ব্রাজিল দলের ব্যবস্থাপক জুনিনিও পলিস্তাও ছিলেন।

এসময় কী কথা হয়েছিল তাদের মধ্যে, জানিয়েছে একটি স্পোর্টস সংবাদ মাধ্যম, তিতে প্রথমে মেসির সঙ্গে কথা বললেন। সে সময়ে মেসি তাকে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন, ‘আমি চলে যাচ্ছি।’ ‘ওরা (আনভিসা) সবকিছুই ভুলভাবে করছে। খেলোয়াড়দের সবকিছু জানানোর আগেই হুমকি ধামকি দিয়েছে!’

এ সময়ে মেসি কিছুটা রেগে যান, ‘ওরা তো আমাদের কিছু বলেনি। আমরা এখানে তিন দিন ধরে আছি। ওদের কিছু বলার থাকলে তো প্রথম দিনেই বলতে পারত, এভাবে (মাঠে এসে) নয়!’ তিতে তখন জিজ্ঞেস করেন, ‘ওরা তোমাদের কিছুই বলেনি!’ মেসি উত্তরে তিতেকে আশ্বস্ত করেন। স্কালোনি যোগ করেন, ‘জুনিনিও, ওরা হোটেলে কেন ওই খেলোয়াড়দের খোঁজে গেল না? কনমেবল তো বলেছে, ওরা খেলতে পারবে।’ পাশাপাশি জানিয়ে দেন, ‘আর খেলা হবে না।’

এরপর আরও কিছুক্ষণ আলোচনা চলে, এ সময়ে মেসি আবার রেগে গিয়ে বলেন, ‘তিন দিন ধরে ব্রাজিলে আছি আমরা, ওদের এসব জানানোর জন্য ম্যাচ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো? ওরা আগে কেন জানায়নি? ওদের হোটেলে গিয়ে এসব বলা উচিত ছিল।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!