• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সড়কে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার


জয়পুরহাট প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২০, ০৮:৫৪ পিএম
সড়কে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট : জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 

নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সাথে মোটরসাইকেলে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অহত হন নুরজাহান বেগম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সোনালীনিউজ/এমএএইচ/এএস

Wordbridge School
Link copied!