• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাংনীতে হত্যা মামলায়, ১০ আসামির যাবজ্জীবন কারাদন্ড


মেহেরপুর প্রতিনিধি  অক্টোবর ২৯, ২০২০, ০৪:২৮ পিএম
গাংনীতে হত্যা মামলায়, ১০ আসামির যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রামের আবু বক্কর হত্যা মামলার রায়ে ১০ আসামীর যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ৮ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, করমদী গ্রামের আলতাফ শাহ, মহাম্মদ শাহ, আব্দুল শাহ, রমজান আলী শাহ, এনামুল হক ইনু, মিন্টু হোসেন, সিরাজুল হক পচা, জাহিদুল ইসলাম, হোসেন আলী ও জাকির হোসেন। এর মধ্যে হোসেন আলী ও জাকির হোসেন বিদেশে পলাতক রয়েছে। এছাড়া এ মামলার লতিফ শাহ নামের অপর এক আসামীর মৃত্যু হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আবু বক্কর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আবু বক্করের ছেলে সাহাবুদ্দীন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। যার সেসন মামলা নং ২০১১/২১।

সোনালীনিউজ/এএ/এসআই 

Wordbridge School
Link copied!