• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাঁঠালবাড়ির বদলে শিমুলিয়-বাংলাবাজার নৌরুটে চলবে ফেরি পারাপার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২০, ০১:৫৮ পিএম
কাঁঠালবাড়ির বদলে শিমুলিয়-বাংলাবাজার নৌরুটে চলবে ফেরি পারাপার

ঢাকা: পদ্মাসেতুর নদী শাসনের কাজের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট স্থান্তরিত হচ্ছে ৫০০ মিটার উজানের বাংলাবাজারে। সোমবার (১৬ নভেম্বর) থেকে রোরো ও ডাম্পসহ সব ধরনের ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের ম্যানেজার (মেরিন) আহাম্মদ আলী সজানান, এরই মধ্যে দুটি ফেরিঘাট বাংলাবাজারে সরিয়ে নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে বাকি দুটি ফেরিঘাট ও লঞ্চ-স্পিডবোট ঘাট সরিয়ে নেয়া হবে। ঘাটগুলো স্থানান্তেরর কারণে দূরত্ব আধা কিলোমিটার বাড়ছে। বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব ১৩ কিলোমিটার।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম জানান, পদ্মাসেতুর নদী শাসনের কারণে ঘাটটি স্থানান্তর করতে হচ্ছে। নতুন ঘাটে সব সুযোগ সুবিধা থাকছে। যাত্রীদের কষ্ট হবে না।

এর আগে, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হয়েছিল কাঁঠালবাড়িতে। তখন মাদারীপুরের শিবচর উপজেলার এ ঘাটের নামকরণ করা হয় আখতারুজ্জামান ইলিয়াস ঘাট। এখনো নাম আখতারুজ্জামান ইলিয়াস ঘাটই থাকবে।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!