• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মুন্সিগঞ্জে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন


মুন্সিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২১, ০৫:৪৩ পিএম
মুন্সিগঞ্জে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতি নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী। 

রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টা উপজেলার বেতকা এলাকায় ভাঙন কবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নারী ও পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবত নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষিজমি বিলীন হয়েছে। ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা। বর্তমান শুষ্ক মৌসুমে ব্যবস্থা গ্রহন না করা হলে আগামী বর্ষায় এসব স্থাপনা বিলীন হবে।  এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থাগ্রহন তথা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান তারা।

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!