• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে ২ বাসে আগুন


রাজশাহী প্রতিনিধি মার্চ ২৮, ২০২১, ১১:২০ এএম
রাজশাহীতে ২ বাসে আগুন

সংগৃহীত

রাজশাহী : রাজশাহী নগরীর আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের আমচত্বর ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এদিকে নগর পুলিশের মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘নওদাপাড়া আমচত্বরে আগুনের ধোঁয়া দেখে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা আগুন দিয়েছে এ সম্পর্কে কিছুই জানা যায়নি। এছাড়া বিআরটিসির ওই বাসগুলো পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ট্রাক টার্মিনালে পড়েছিল।’

রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, পরিত্যক্ত বাসে আগুন লাগার ঘটনার সঙ্গে এ বিষয়ের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি কীভাবে ঘটল তা কেউই এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। তদন্ত সাপেক্ষেই তা বলা সম্ভব হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!