• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিককে জরিমানা


মেহেরপুর প্রতিনিধি  মে ৯, ২০২২, ১২:২৮ পিএম
গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিককে জরিমানা

প্রতিনিধি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। সড়কে মাটি ফেলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে জরিমানা করা হয়।

রোববার (৮ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী এলাকার বিবিএল ইটভাটার মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।  

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ও উপজেলা সমাজ সেবা অফিসার কাজী আবুল মুনসুর। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বিবিএল ইটভাটা কতৃর্পক্ষ মেহেরপুর কুষ্টিয়া সড়কে মাটিবাহী গাড়ি দিয়ে মাটি বহনের সময় মাটি ফেলে সড়ক অপরিচ্ছন্ন করেছিল। ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিক তাদের দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।  

সোনালীনিউজ/এআই/এসআই

Wordbridge School
Link copied!