• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলে দেওয়া হলো নলকা সেতুর ঢাকামুখী লেন


সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ৪, ২০২২, ০৪:০০ পিএম
খুলে দেওয়া হলো নলকা সেতুর ঢাকামুখী লেন

সিরাজগঞ্জ : ঈদুল আযহাকে সামনে রেখে ঈদে উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেওয়া হয়েছে। এতে ঈদ পরবর্তী উত্তরের ২২ জেলার মানুষের কর্মস্থলে ফেরার যানজটের ভোগান্তি যেমন কমে যাবে তেমনি সহায়ক হবে ঈদ যাত্রারও।

সোমবার (৪ জুলাই) সকালে জনসাধারণ ও সকল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন সাসেক-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. এখলাস উদ্দিন। এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (২ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এবার ঈদুল আযহার আগেই নলকা সেতুর সব লেন খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, ঈদে উত্তরবঙ্গের প্রায় ১৬ জেলার গাড়ি সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে যাওয়ায় যানজটসহ নানা দুর্ভোগে পড়ে শহরবাসী। জেলা শহরে ঢুকেও রাস্তা ভুলে তালগোল পাকিয়ে এলোমেলো চলাচল করে গাড়িগুলো। এতে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা হয় এবং সংবাদের শিরোনামে উঠে আসে সিরাজগঞ্জের নাম। এছাড়া হাটিকুমরুল গোল চত্বর থেকে অসংখ্য অনভিজ্ঞ মোটরসাইকেল চালক যাত্রী বহন করে। ফলে বড় যানবাহনগুলো সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব বিষয় নজরে নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের সচিব স্যার নির্দেশনা দিয়েছিলেন চার তারিখে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটি খুলে দেওয়ার জন্য। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেতু বিভাগ আজকে নলকা সেতুর ঢাকাগামী লাইনটি খুলে দিয়েছেন।

তিনি আরও বলেন, মহাসড়কের ছোট ছোট গর্ত এবং ভাঙ্গা জায়গাগুলো মেরামত করা হচ্ছে। পাশাপাশি হাটিকুমরুল গোল চত্তর এলাকায় কিছু নতুন গর্ত সৃষ্টি হয়েছে যা আগামী কালকের মধ্যে মেরামত সম্পন্ন হবে। এর সঙ্গে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের কাছে সংস্কারের কোনও চাহিদা করা হলে সেটাও করে দেওয়া হচ্ছে। ঈদ পরবর্তী যাত্রা পর্যন্ত আন্তরিকতার সাথে সেগুলো করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. লুৎফর রহমান বলেন, নলকা নবনির্মিত সেতুর ঢাকাগামী লেন টিও খুলে দেওয়ায় গত ঈদুল ফিতরের মত এবারও হাটিকুমরুল গোলচত্বর এলাকাসহ হাইওয়ে থানার আওতাভুক্ত রাস্তাতে কোনও যানজট হবে না বলেই আমরা মনে করছি। 

তিনি আরও বলেন, গত ঈদের মত এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন করতে আগামীকাল (৫ জুলাই) থেকে মহাসড়কে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও মহাসড়কে মোবাইল টিম কাজ করার পাশাপাশি ওয়াচ টাওয়ারের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ ও পর্যালোচনা করা হবে। যাতে কোনও চালক এলোমেলো যান না চালাতে পারেন। দ্রুত সরিয়ে নেওয়া হবে দুর্ঘটনা কবলিত যানবাহন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!