• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনের মানববন্ধন 


সাভার প্রতিনিধি আগস্ট ১৮, ২০২২, ০২:২২ পিএম
আশুলিয়ায় বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনের মানববন্ধন 

শ্রমিক সংগঠনের মানববন্ধন 

সাভার: সাভরের আশুলিয়ায় জ্বালানি তেলসহ নিত্যপন্যর দাম কমানো শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও বেশ কিছু দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) বেলা ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (BGSF)কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে কলকারখানাসহ সকল শ্রমিকশ্রেনী এবং নিম্ন আয়ের মানুষের উপর চরম বির্পযয় নেমে এসছে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে নিত্য পন্যের দাম বাড়ছে তাতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় তাদের মজুরী বাড়ানো প্রয়োজন। তাই অবিলম্বে জ্বালানি তেলসহ খাদ্যপন্যের দাম কমানো, সেপ্টেম্বর মাসের মধ্যে মজুরি বোর্ড গঠন করা, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবী জানান শ্রমিক নেতারা।

কর্মসুচিতে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (BGSF) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুসহ জেলা ও আঞ্চলিক নেত্রী বৃন্দ। এসময় সংহতি বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ আশুলিয়া আঞ্চলিক সভাপতি ফরহাদ হোসেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা কমিটির সভাপতি জিয়াদুল ইসলামসহ বেশ কিছিু শ্রমিক সংগঠনের নেতারা।

সোনালীনিউজ/এসএস/এসআই

Wordbridge School
Link copied!