• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে মুগ্ধ তুরস্কের রাষ্ট্রদূত


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৩, ১০:৫৬ এএম
রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে মুগ্ধ তুরস্কের রাষ্ট্রদূত

কক্সবাজার : কক্সবাজারের কুতুপালং বিটিভি স্টেশন সংলগ্ন বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিষ্ঠান রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

বুধবার (৮ নভেম্বর) সকালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে আসা সফরসঙ্গীরা রেডিয়েন্টের নিজস্ব প্রতিষ্ঠানের আম বাগান, জাম বাগান, রাবার বাগান, আনারস বাগান, মুরগির খামার, গরুর খামার, ছাগল খামার, মৎস্য খামারসহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

এসময় রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রদূতের হাতে।

বাগান পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূতের সাথে আসা সফরসঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রাষ্ট্রদূত সকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার পথে রেডিয়েন্ট গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেই বাগানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!