• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী-বিমানবাহিনী


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৪, ০৭:২৩ পিএম
চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী-বিমানবাহিনী

চট্টগ্রাম: চট্টগ্রামে একটি সুগার মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দর নগরীর কর্নফুলী এলাকার ইছা নগরে অবস্থিত এস আলমের সুগার মিলে এই অগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।পরে আরও অন্তত ৮টি ইউনিট মিলে মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমানবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি ইউনিট। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, ওই গুদামে প্রায় ১ লাখ টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো পুড়ে গেছে। এছাড়া পরিশোধিত চিনি আছে আরও কয়েক লাখ টন।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি গণমাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এখনও কাজ করছেন।

আইএ

Wordbridge School
Link copied!