• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত থেকে পেয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনা রেল বন্দরে


চুয়াডাঙ্গা প্রতিনিধ মার্চ ৩১, ২০২৪, ০৭:১২ পিএম
ভারত থেকে পেয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনা রেল বন্দরে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দর্শনা রেলপথে প্রথম ভারত থেকে পেয়াজের বড় একটি চালান দর্শনা বন্দরে এসে পৌচেছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) আমদানিকারক হিসেবে এ মালামাল আমদানি করা হয়েছে বলে  সাংবাদিকদের জানানো হয়েছে। আজ ৩১ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় পেঁয়াজের এই চালানটি দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়।  

দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালানটি রোববার সারে ৫ টার দিকে ভারত থেকে দর্শনা রেলপথের মাধ্যমে দর্শনা বন্দরে এসে পৌচেছে। মোট ৪২ ওয়াগনে প্রায় ১৬ শ ৫০ মেট্রিকটন পেয়াজ আমদানি করা হয়েছে।তবে আমদানি করা ভারতীয় পেয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে ঐ রাতেই সিরাজগন্জ বাজারে নেয়া হবে,তারপর ওয়াগন থেকে পেয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যাবস্হা করা হবে বলে তিনি জানান। 

দর্শনা পৌর মেয়র ও রেলবন্দর সি এন্ড এফ এসোসিয়েশন সাধারন সম্পাদক  আতিয়ার রহমান হাবু জানান সরকার বিশেষ করে রমজান মাসে পেয়াজের বাজার স্হিতিশীল রাখতে ভারত থেকে পেয়াজ আমদানির সিদ্ধান্ত নেন। 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ালীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু জানালেন দেশে পেয়াজ নিয়ে বরাবরের মত যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট দেখাতে না পারে, কেউ যেন চড়া দাম হাকিয়ে সাধারন মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ কামাতে না পারে,সে জন্যই সরকারের একটি সংস্হা ভারত থেকে পেয়াজ আমদানি করেছে। যে চালানটি আজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় এসেছে, তবে পর্যায়ক্রমে পেয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এমএস

Wordbridge School
Link copied!