• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬


রাঙামাটি প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৪, ০৭:৫২ পিএম
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাজেকের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ডাম্প ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ছয় শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও আটজন।

সাংবাদিকদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

তিনি বলেন, ডাম্প ট্রাক দুর্ঘটনায় ছয়জন মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। এলাকাটি দুর্গম হওয়াতে ওখানে পৌঁছাতে একটু সময় লাগছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। 

আইএ

Wordbridge School
Link copied!