• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

পুকুরে মিললো ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি 


ঠাকুরগাঁও প্রতিনিধি মে ২৫, ২০২৪, ০৭:২৪ পিএম
পুকুরে মিললো ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুরের পাড় বাধার সময় প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছেন ইয়াছিন আলী নামে এক ব্যবসায়ী। খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে নেয়।

শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের পাড় বাধার সময় এ মূর্তিটি পাওয়া যায়। 

স্থানীয় বাসিন্দা আসরারুল হক জামালি জানান, আমাদের বহুপুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান, পরে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দেই, পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!