• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামের সাবেক ছিটমহলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 


কুড়িগ্রাম প্রতিনিধি আগস্ট ৯, ২০২৪, ০৫:৩৫ পিএম
কুড়িগ্রামের সাবেক ছিটমহলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে গোসল করতে গিয়ে জিম আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সাবেক ছিটমহল দাসিয়ারছড়া ছোট কামাত গ্রামে। নিহত জিম আক্তার ওই গ্রামের জাইদুল হকের কন্যা। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।

এলাকাবাসীরা জানান,শুক্রবার জুম্মার নামাজের সময় বাড়ির পাশে পুকুরে খেলার সাথীদের নিয়ে গোসল করার সময় হঠাৎ করে  ডুবে যায়। এ সময় খেলার সাথীদের চিৎকারে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে জিমের লাশ উদ্ধার করে। 

পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান।

এমএস

Wordbridge School
Link copied!