• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল বাস্তবায়নে সরকারকে কঠোর হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৫২ পিএম
পে-স্কেল বাস্তবায়নে সরকারকে কঠোর হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় ১:৪ অনুপাতে ১২ গ্রেডের সমন্বয়ে সর্বনিম্ন স্কেল ৩৫০০০ টাকা নির্ধারণ করে ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সঞ্চালনায়  কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফা দাবি আদায়ে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।

মহাসমাবেশ থেকে ১:৪ ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন-স্কেল ৩৫০০০ টাকা এবং সর্বোচ্চ ১৪০০০০ টাকা নির্ধারণ করে ৯ম পে-স্কেলের গেজেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জারি এবং ১ জানুয়ারি পে-স্কেল কার্যকরসহ ৭ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। 

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কমসূচি প্রদান করা হবে বলে সমসবেশ থেকে ঘোষণা করা হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

মহাসমাবেশে অন্যদের মধ্যে মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, র‌বিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

মহাসমাবেশে সেক্রেটারিয়েট সার্ভিস এসোশিয়েশন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারি কল্যাণ সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারি উন্নয়ন পরিষদ, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম, তৃতীয় শ্রেণী কর্মচারি সমিতি, সমন্বয় পরিষদসহ জাতীয় ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলার সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেক্টর ও কর্পোরেশনের সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও চাকরিজীবীগণ মহাসমাবেশে উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!