• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজ এলাকায় সংবর্ধিত হলেন সাফ অনূর্ধ্ব-২০ জয়ী দুখু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ১, ২০২৪, ০৭:৪৭ পিএম
নিজ এলাকায় সংবর্ধিত হলেন সাফ অনূর্ধ্ব-২০ জয়ী দুখু

হিলি: দিনাজপুরের হিলিতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য রোস্তম ইসলাম দুখুকে সংবর্ধনা প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকালে হিলি বাজারের পাবনা স্টোর এলাকায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল ও ক্রেস তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে একটা মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুখু আমাদের এলাকার কৃতি সন্তান। সে আমাদের বন্ধু, ছোট ভাই হওয়ায় আমরা গর্বিত। যার কারণে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেছি।
এসএস

Wordbridge School
Link copied!