নারায়ণগঞ্জ: ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উত্তর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনারগা উত্তর জামায়াতের সভাপতি মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর আতাউল্লাহ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আমির হোসেন প্রমুখ।
এসময় সোনারগা উত্তর জামায়াতের সেক্রেটারী ডা. গিয়াসউদ্দিন ফরায়জী, মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী, মাওলানা আবু বকর সিদ্দিক, জামপুর ইউনিযন সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক, নোয়াগাও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম হাসান, কাচঁপুর উত্তর সভাপতি মাসুদ ইসলাম, কাচঁপুর দক্ষিন সভাপতি নাঈম ইসলাম উপস্থিত ছিলেন।
এসএস







































