• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:০৮ এএম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি দল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, গ্রেফতার খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার খলিলুর রহমানকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এম

Wordbridge School
Link copied!