• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাতক্ষীরায় ওয়ান শুটার গান সহ গুলি উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০২:১৯ পিএম
সাতক্ষীরায় ওয়ান শুটার গান সহ গুলি উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।  শনিবার (৫ অক্টোবর) তলুইগাছা সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায়। 

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোঃ আশরাফুল হক।

এসএস

Wordbridge School
Link copied!