• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সোনারগাঁয়ে বিএনপির শোভাযাত্রা, আলোচনা সভা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ০৮:৩২ পিএম
সোনারগাঁয়ে বিএনপির শোভাযাত্রা, আলোচনা সভা

নারায়ণগঞ্জ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বিএনপি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে রাজপথে ছিলো। গণতান্ত্রিক ভাবেই বিএনপি নির্বাচিত হয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করবে।

এসএস

Wordbridge School
Link copied!