• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান


বরিশাল প্রতিনিধি নভেম্বর ১১, ২০২৪, ০২:৩৬ পিএম
বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান

বরিশাল: বরিশাল নগরীর রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদী পুল পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সড়ক ও জনপদ বিভাগ। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এই অভিযানে বুলডোজার ব্যবহার করে দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, সড়কের পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা সরানোর জন্য আগেই পত্রিকায় বিজ্ঞপ্তি এবং এলাকায় মাইকিং করা হয়। কিছু দোকান মালিক স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিলেও অনেকেই সরান নি, ফলে তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরও জানান, এই অভিযান ভবিষ্যতে অন্যান্য এলাকাতেও চালানো হবে।

অভিযানে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে সড়কের দুই পাশের দখলমুক্ত করতে কাজ করেন।

তবে, অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ভুক্তভোগী। তাদের মধ্যে কেউ জমির কাগজ থাকার দাবি করেন, আবার কেউ কেউ অভিযোগ করেন যে, দোকানের জন্য অগ্রিম অর্থ প্রদান করলেও অর্থ ফেরত পাননি। তারা এই উচ্ছেদকে বেআইনি বলে আখ্যায়িত করেন।

এসএস

Wordbridge School
Link copied!