• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতা টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৩ এএম
শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতা টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনের ইন্ধনদাতা টিএনজেড গ্রুপের পরিচালক : মো.আব্দুল হালিম

গাজীপুর: গাজীপুরে স্বরণকালের সব চেয়ে বৃহৎ বকেয়া বেতনের দাবি করা শ্রমিক আন্দোলনের ইন্ধনদাতা টিএনজেড গ্রুপের পরিচালক মো.আব্দুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। 

গ্রেফতার আব্দুল হালিম চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে তিনি। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা গত শনিবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে সোমবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। পরে ওই দিনই ২ ঘণ্টা অবরোধ বিরতি দিয়ে  বিকেল চারটার দিকে আবারও তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। 

এ ভাবে টানা তিন দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত পোশাক শ্রমিকেরা। পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ শ্রমিক আন্দোলনের পেছনে কলকাটি নাড়ানো ও ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে ও ই গ্রুপের গ্রুপের পরিচালক মো.আব্দুল হালিম। পরে যৌথ বাহিনীর এক অভিযানের মাধ্যমে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হওয়া টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার (১৩ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। 

এ বিষয়ে বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

এসআই

Wordbridge School
Link copied!