• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৪, ০২:৫৭ পিএম
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় শ্রীপুরের মাওনা বারতোপা এলাকার কেএফএল গ্রুপের খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার প্রধান ফটকে প্রবেশ করে অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। পরে উৎপাদন ফ্লোরে প্রবেশ না করে সেখানেই বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের এ বিক্ষোভের ফলে ওই এলাকায় এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।

এ দিকে আন্দোলনরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, তাদের এ আন্দোলনের সঙ্গে কারখানার সকল স্টাফরা সমর্থন দিয়েছেন। কারণ শ্রমিকদের পাশাপাশি কারখানার সকল বিভাগের স্টাফ কর্মকর্তা ও কর্মচারীদের বেতনও বকেয়া রয়েছে। মালিক পক্ষ বার-বার বেতন দেওয়ার কথা বলে প্রতারণা করছেন। 

মৌসুমি আক্তার নামে এক শ্রমিক বলেন, প্রতি মাসের মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও, প্রতি মাসেই ২০ তারিখের পর আমাদের বেতন দেয়। এছাড়াও আমাদের বেতন দিলেও সুপারভাইজার, ডিস্ট্রিবিউটর, মার্কারম্যানদের বেতন অর্ধেক অর্ধেক দিয়ে থাকে। লাইন চিফ, ইনচার্জ ও ম্যানেজারদের বেতন গত দুই মাস ধরে বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতি মাসেই বেতন দেওয়ার তারিখ দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এবার তাই অক্টোবর মাসের বকেয়া বেতনসহ টিফিন বিল, হাজিরা বোনাস, ইনসেনটিভ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছি। যত দিন পর্যন্ত এবার বেতন না পাবো আমরা কর্মবিরতি পালন করে যাবো।

এ বিষয়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা দুই দিন ধরে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করছেন। সোমবার সকালে তারা কাজে যোগদান না করে অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। কোন ধরনের বিশৃঙ্খলা রোধে কারখানায় শিল্প ও থানা পুলিশ অবস্থান করছে।

এসএস

Wordbridge School
Link copied!