• ঢাকা
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩০

বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু


বগুড়া প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৪, ০১:৩৩ পিএম
বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন মিঠু (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল মতিন মিঠু বগুড়ার গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ ব‌লেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আনা হয় আব্দুল মতিন মিঠু‌কে। রোববার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি।পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করলে সোমবার সকালে মারা যান তিনি।’

এসএস

Wordbridge School
Link copied!