• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’

নড়াইলে মাশরাফীর নামে আরেক মামলা 


নড়াইল প্রতিনিধি  ডিসেম্বর ১০, ২০২৪, ১১:০৬ এএম
নড়াইলে মাশরাফীর নামে আরেক মামলা 

ফাইল ছবি

নড়াইল: নড়াইলে আবারও সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন সহ ২৯৫ জনের নাম উল্লেখ করে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর)  রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মূখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন। 

মামলায়- মাশরাফী ও তার বাবা ছাড়াও সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ফয়জুল হক রোম, ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার এর নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতা, কর্মী ও গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। বিগত সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি অমানবিক নির্যাতন, ঘরবাড়ি, দোকানপাট ভাংচুর, অগ্নি সংযোগ করে ক্ষতিসাধন করে।  গত ৪ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কর্মসূচি চলাকালে লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তা, সি এন্ড বি চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলা করে ছাত্র জনতাকে বেধড়ক মারপিট  করে অভিযুক্তরা। ফলে বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলা বিবরণীতে বাদী উল্লেখ করেন। 

এর আগে, নড়াইল সদরে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে সদর থানায় গত ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। 

এসআই

Wordbridge School
Link copied!