• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই শুরু


ঠাকুরগাঁও প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০২৪, ০৯:৩৬ পিএম
ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই শুরু

ঠাকুরগাঁও: প্রায় তিনশ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আবারো আখ মাড়াই কার্যক্রম শুরু করেছে ঠাকুরগাঁও সুগারমিল। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৬৭ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ভোধন করেন বিএসএফআইসি এর পরিচালক আবুল কালাম আজাদ। 

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মাড়াই মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এবার ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গেল মৌসুমের চেয়ে ৮ হাজার মেট্রিক টন বেশি। এ থেকে ছয় হাজার ২১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মিলটি বার বার লোকসানে পরছে কি কারনে তা খতিয়ে দেখা দরকার। সরকারি খাতে মিলটি থাকায় এ লোকসান কাটিয়ে উঠতে পারছে না। মিলটি বেসরকারি খাতে দিলে অবশ্যই লাভবান প্রতিষ্ঠানে পরিনত হবে বলে মনে করেন তারা। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

লোকসানের বিষয়ে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, আগের চেয়ে লোকসান অনেকটাই কমেছে। কিভাবে মিলটির লোকসান কমানো যায় সে বিষয়ে মিল কর্তৃপক্ষ সজাগ থেকে কাজ করছে। আশা করা হচ্ছে প্রতি বছর লোকসান কমবে। 

এসএস

Wordbridge School
Link copied!