• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১২ পিএম
ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ: ময়মনসিংহ জংশন আউটার এলাকায় জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় ঘটনাটি ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছলে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে। আশা করছি স্বল্প সময়ের মধ্য ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এসএস

Wordbridge School
Link copied!