• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রামের বাড়িতে শায়িত হলেন সাদপন্থী মিজানুর রহমান সুমন


কুড়িগ্রাম প্রতিনিধি জানুয়ারি ২৯, ২০২৫, ০১:৩৮ পিএম
গ্রামের বাড়িতে শায়িত হলেন সাদপন্থী মিজানুর রহমান সুমন

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে, লাইফ সার্পোটে ৪৫ দিন পর কুড়িগ্রামের সাদপন্থী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান সুমনের দ্বিতীয় জানাজা নামাজ আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল দশটায় ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার প্রথম জানাজা নামাজ গতকাল বাদ আছর টঙ্গী মাঠে অনুষ্ঠিত হয়। এবং তৃতীয় জানাজা নামাজ সুমনের গ্রামের বাড়ি চান্দের বাজারে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। 

কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) সংলগ্ন এলাকার বাসিন্দা মিজানুর রহমান সুমন (৩৮) ঢাকা মেডিকেলে ৪৫ দিন চিকিৎসসধীন থাকার পর মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোররাত ৩ টায় মারা যায়। নিহত মিজানুর রহমান সুমন তাবলিগ জামাতের নিজামুদ্দিন মার্কাজের অনুসারী ছিলেন বলে জানা গেছে। তিনি ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) সংলগ্ন এলাকার ছবির উদ্দিন প্রামাণিকের প্রথম পুত্র সন্তান।

গত ২৪ সালের ১৭ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জোড় এস্তেমায় শরীক হয়ে জোবায়ের ও সাদপন্থিদের সৃষ্ট সংঘর্ষে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে দীর্ঘ ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

এসআই

Wordbridge School
Link copied!