• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেয়ায় কৃষককে অর্থদণ্ড


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:২৮ পিএম
পিরোজপুরে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেয়ায় কৃষককে অর্থদণ্ড

পিরোজপুর: নাজিরপুরে ধানক্ষেতে অবৈধ বৈদ্যুতিক লাইন টেনে ইঁদুর মারার ফাঁদ তৈরি করার অপরাধে মো. মাহাবুব নামের এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন এবং অনির্দিষ্টকালের জন্য বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতি। 

সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ২ ফেব্রুয়ারী রাতে উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। মো. মাহাবুব ওই ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো. হালিম মোল্লার পুত্র। 

তিনি স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরি করে বিদ্যুৎ সংযোগ দেয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কৃষি জমিতে বিদ্যুতের লাইন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই অবৈধ লাইন দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোবিবার রাতে মাহাবুব নামের কৃষক’কে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সংযোগ মিটারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে। 

নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার ফুয়াদ আল আরিফিন বলেন, বৈদ্যুতিক লাইন দিয়ে কৃষিক্ষেতে অবৈধ ইঁদুর মারার ফাঁদ দেওয়ার কোনো বিধান নাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা রোববার রাতে এক কৃষকের বৈদ্যুতিক মিটার লাইন অনির্দিষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। প্রথমবারের মত সতর্ক করেছি পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এআর

Wordbridge School
Link copied!