• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ


কুবি প্রতিনিধি  ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:০৯ পিএম
কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে মারধর করেছে এক দল ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বর্তমানে মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

এআর

Wordbridge School
Link copied!