• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেফতার


নাটোর প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:২৫ পিএম
‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেফতার

নাটোর: নাটোরের বড়াইগ্রাম থানার মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে গেয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেপ্তার ওই নেত্রীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম।  

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। শিউলি খাতুন বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, “থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। গতকাল রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি খাতুনকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, “টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। পরে বুঝতে পারেছি, থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।”

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

আইএ

Wordbridge School
Link copied!