• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাঁথিয়ায় মোবাইলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা, ভ্যান ছিনতাই 


পাবনা প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৫৩ পিএম
সাঁথিয়ায় মোবাইলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা, ভ্যান ছিনতাই 

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনার সাঁথিয়ায় সুজল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বরপ নামক স্থানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজল উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহাক আলী প্রামানিক এর ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজল সম্প্রতি প্রায় ১ লক্ষ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে কে বা কারা ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে না। পরের দিন শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে সুজলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!